ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্ব মিডিয়ায় গুলশান সংকট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, জুলাই ২, ২০১৬
বিশ্ব মিডিয়ায় গুলশান সংকট

ঢাকা: ঢাকার গুলশানে ‘হলি আর্টিসান বেকারি’ রেস্টুরেন্টে জিম্মিদশার ঘটনা ফলাও করে প্রচার হচ্ছে বিশ্ব মিডিয়ায়। প্রতি মুহূর্তের ঘটনা দ্রুত আপডেটও দিচ্ছে তারা।

কোনো কোনো মিডিয়া ‘গুলশানের’ ঘটনা লিড স্টোরি করছে। ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

রয়টার্স তাদের শিরোনাম করেছে- গানম্যান টেক হোস্টেজেস অ্যাট ক্যাফে ইন বাংলাদেশ।

এপির রিশোনাম- গানম্যান টেক হোস্টেজেস অ্যাট বাংলাদেশ রেস্টুরেন্ট, ২ ডেড।

বিবিসি- হোস্টেজেস ক্রাইসিস ইন বাংলাদেশি ক্যাপিটাল।

বিবিসির মতো প্রায় একই শিরোনাম এনডিটিভির- হোস্টেজ ক্রাইসিস অ্যাট ঢাকা রেস্টুরেন্ট, ২ ডেড।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার শিরোনাম- গানম্যান হিট রেস্টুরেন্ট ইন ডিপ্লোম্যাটিকা এরিয়া অব ঢাকা।

এছাড়া বিশ্বের প্রায় সব শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ঢাকার গুলশান সংকটের বিষয়ে প্রতিনিয়ত সংবাদ প্রচার করছে।

বাংলাদেশ সময়: ০৮০৩ ঘণ্টা, জুলাই ০২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।