ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে দুই বাণিজ্যিক এলাকায় বিস্ফোরণ, নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, জুলাই ৩, ২০১৬
বাগদাদে দুই বাণিজ্যিক এলাকায় বিস্ফোরণ, নিহত ২৩ ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদের দু’টি জনাকীর্ণ বাণিজ্যিক এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২৩জনের প্রাণহানি ঘটেছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও ৬১ জন।

রোববার (০৩ জুলাই) এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়।

খবরে বলা হয়, প্রথম গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে দেশটির কারাডা জেলায়। এতে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয় এবং ৪৫ জন আহত হন।

এর কিছুক্ষণ পরে আরেক পূর্ব বাগদাদে আরেক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আরও ৫ জন নিহত হন। আহত হন ১৬ জন।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

এদিকে কারাডা জেলায় বোমা হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস। তবে দ্বিতীয় ঘটনার দায় স্বীকার করেনি কেউ।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।