ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, জুলাই ৩, ২০১৬
নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে বিস্ফোরণ

ঢাকা: নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক এ ঘটনায় একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রোববার (০৩ জুলাই) কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ছুটির দিন হওয়ায় পার্কে লোকজনের বেশ সমাগম ছিল।

পার্কের ফিফথ অ্যাভিনিউ এবং ইস্ট ৬২ স্ট্রিট এরিয়ার মধ্যবর্তী স্থানে স্থানীয় সময় ১০টা ৫৩ মিনিটে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহত ব্যক্তি তার বন্ধুর সঙ্গে ওই পার্কের ভেতর দিয়ে হেঁটে যাওয়া সময় একটি বস্তুর হঠাৎ বিস্ফোরণ ঘটলে তিনি গুরুতর আহত হন।  

বিস্ফোরণের পর দ্রুত পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিক বিস্ফোরণে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।


বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৬
আরএইচএস/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।