ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এধি সাহেব, চলে গেলেন মানবতার এক মূর্ত প্রতীক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জুলাই ৯, ২০১৬
এধি সাহেব, চলে গেলেন মানবতার এক মূর্ত প্রতীক

ঢাকা: মূল নাম আব্দুল সাত্তার এধি হলেও পাকিস্তানের আম জনতার কাছে তিনি পরিচিত ছিলেন এধি ফাউন্ডেশনের ‘এধি সাহেব‘ নামেই। ৮৮ বছর বয়সে শুক্রবার রাতে ইহলোক ছেড়ে পাড়ি জমান অন্যলোকের উদ্দেশে।

তবে যাওয়ার আগে রেখে গেলেন বিশাল এক কর্মময় জীবন। যে কোনো মাপকাঠিতেই যা মানবতার এক অনুকরণীয় দৃষ্টান্ত।

১৯৫১ সালে করাচির জনবহুল এক গলিতে শুরু করেন নিজের প্রথম ক্লিনিক। সেই থেকে শুরু। পাকিস্তানজুড়ে একে একে গড়ে তোলেন এতিম খানা, অসহায় নারীদের আশ্রয়কেন্দ্র, হাসপাতাল, ডিসপেনসারি, মর্গ, কবরস্থান এরকম আরও বহু জনকল্যাণমূলক প্রতিষ্ঠান।

তবে আন্তর্জাতিক অঙ্গনে এধি ফাউন্ডেশন সবচেয়ে খ্যাতি পায় তাদের অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্যই। পাকিস্তানে যে কোনো বোমা বিস্ফোরণ কিংবা সহিংসতার ঘটনার পর টেলিভিশন খুললেই দেখা যেত হতাহতদের হাসপাতালে পৌঁছে দিতে ছোটাছুটি করছে এধি  ফাউন্ডেশনের ছোটো ছোটো অ্যাম্বুলেন্সগুলো।

এধি ফাউন্ডেশনের প্রায় দেড় হাজার অ্যাম্বুলেন্সের এই বহর গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড এর তথ্য অনুযায়ী বিশ্বের বৃহত্তম বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস।

নির্লোভ, সাধাসিধে ফকিরের মত জীবন যাপনের কারণে পাকিস্তানে অনেকে তাকে ডাকতেন জিন্দা পীর নামেও। দরিদ্র, অসহায় ও আশ্রয়হীনদের জন্য যার দরদ ও সেবাপরায়নতার তুলনা চলে হয়তো একমাত্র মাদার তেরেসার সঙ্গেই।

ব্যক্তি জীবনে নাম যশ কিংবা খ্যাতির তাড়নায় কখনও ভোগেননি এধি সাহেব। পরিধেয় বলতে মাত্র দুই সেট কাপড়। ঘুমোতেন করাচিতে এধি ফাউন্ডেশনের হেডকোয়ার্টার লাগোয়ো একটি জানালাহীন ছোট্ট ঘরে। আসবাব বলতে ঘরটিতে ছিলো শুধু একটি ছোট্ট বিছানা আর হাতমুখ ধোয়ার একটি সিংক।

তার প্রতিষ্ঠিত আশ্রয়কেন্দ্রে হাজার হাজার এতিম শিশু ও অসহায় নারী আশ্রয় পেলেও নিজের ছেলেমেয়েদের জন্য কোনো ঘর রেখে যেতে পারেননি তিনি।

শুধু পাকিস্তানই নয়, তার প্রতিষ্ঠিত এধি ফাউন্ডেশন জনসেবামূলক কাজ করেছে বাংলাদেশ আফগানিস্তান, ইরান, শ্রীলঙ্কা, ক্রোয়েশিয়া, ইন্দোনেশিয়া এমনকি সুদূর আমেরিকার হারিকেন ক্যাটরিনা উপদ্রুত অঞ্চলেও।
 
ধর্মবর্ণ নির্বিশেষে অসহায় মানুষের সেবায় নিবেদিত ছিলেন এধি সাহেব। তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠানগুলোতে অসহায়দের সেবা পেতে ধর্ম কখনই বাধা হয়ে দাঁড়ায়নি।
পাকিস্তানে যখন জঙ্গিবাদের বাড় বাড়ন্ত তখনই তার সাহসী উচ্চারণ ছিলো, ‘আমার কাছে মানবতার থেকে বড় কোনো ধর্ম নেই’।

২০১৩ সালে কিডনি রোগ ধরা পড়েছিলো এধি সাহেবের। চিকিৎসাধীন ছিলেন করাচির সিন্ধ ইন্সটিটিউট অব ইউরোলজি অ্যান্ড ট্রান্সপ্লান্টেশনে।

চিকিৎসার জন্য বহুবার তাকে বিদেশে নেয়ার প্রস্তাব দিয়েছিলো পাকিস্তানি সরকার। কিন্তু প্রত্যেকবারই বিনয়ের সঙ্গে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেছিলেন, তার চিকিৎসা হবে পাকিস্তানে এবং তাও হবে একমাত্র সরকারি হাসপাতালেই।

পরিহিত কাপড়েই যেন তাকে সমাহিত করা হয় মৃত্যুর আগে এই ছিলো তার শেষ ইচ্ছা। শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গও দান করে গিয়েছিলেন তিনি।

আব্দুল সাত্তার এধির মৃত্যুতে শোকাচ্ছন্ন পুরো পাকিস্তান। শোক আছড়ে পড়েছে সীমান্তের ওপাশে ভারতেও। তার মৃত্যুতে শোক প্রকাশ করে বার্তা পাঠিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ। এছাড়া ভারতের প্রায় সবগুলো সংবাদমাধ্যমেই গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয় তার মৃত্যুর সংবাদ।
 
এধি সাহেব জন্মেছিলেন ১৯২৮ সালে অবিভক্ত ভারতের গুজরাটে এক ব্যবসায়ী পরিবারে। ৪৭ এর দেশভাগের সময় করাচিতে আবাস গড়ে তোলে এধির পরিবার। কিন্তু দেশভাগের উত্তাল সময়ে পর্যাপ্ত চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মারা যান এধির পক্ষাঘাতগ্রস্ত মা।   মায়ের এই অসহায় মৃত্যুই মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করতে অনুপ্রাণিত করে এধিকে।

এধি সাহেবের একটি বিখ্যাত উক্তি ছিলো, ‘মানুষকে ভালোবাসাই আমার উদ্দেশ্য, তাই প্রতিটি দিনই আমার শ্রেষ্ঠ দিন। ’

মানবসেবার জন্য ১৯৮৬ সালেই তাকে ভূষিত করা হয় এশিয়ার নোবেল হিসেবে পরিচিত ৠামন ম্যাগসেসে পুরস্কারে। বহুবার আলোচনায় আসলেও অবশ্য তাকে পুরস্কারের জন্য যোগ্য বিবেচনা করেনি নোবেল কমিটি। এ ব্যাপারে আক্ষেপও ছিলো না তার। তিনি বলেছিলেন, ‘আমার কাছে নোবেল পুরস্কারের কোনো মূল্য নেই, আমি চাই মানুষ, আমি চাই মানবতা’।

শনিবার জোহর নামাজের পর অনুষ্ঠিত জানাজায় তাকে গার্ড অব অনার দেয় পাকিস্তানি সেনারা। এ সময় ১৯ বার তোপধ্বনি দেয়া হয়।

করাচির একটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই জানাজায় হাজার হাজার মানুষের পাশাপাশি অংশ নেন সেনাপ্রধান রাহিল শরীফসহ পাকিস্তানের তিন বাহিনীর প্রধান, পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেইন সহ পাকিস্তানের সরকার, প্রশাসন ও সামরিক বাহিনীর সব গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।