ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোয় দুর্বৃত্তের গুলিতে একই পরিবারের ১১ জনসহ নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
মেক্সিকোয় দুর্বৃত্তের গুলিতে একই পরিবারের ১১ জনসহ নিহত ১৫

ঢাকা: মেক্সিকোর তামাউলিপসা রাজ্যে পৃথক ঘটনায় একই পরিবারের ১১ জনসহ মোট ১৫ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

শুক্রবার (০৮ ‍জুলাই) রাতে ও শনিবার (০৯ জুলাই) দিনের শুরুতে এসব ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম জানায়, ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ১১ জনসহ মোট ১৫ জনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনার পেছনে কি কারণ বা কারা জড়িত সে বিষয়ে কিছু জানা যায়নি।

হারমিনিউ গারজা প্যালাসিওস নামে তামাউলিপসা সরকারের এক মুখপাত্র বলেন, একই পরিবারের ১১ জনকে গুলি করে হত্যার ঘটনাটি ঘটানো হয় শনিবার দিনগত রাতে। এরপর পাশ্ববর্তী সিউদাদ ভিক্টোরিয়ায় আরো ৩ জনকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

এছাড়া মেক্সিকো সিটি শহরে অপর এক হামলায় ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়।

এসব হামলার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে পরিষ্কার করে কোনো তথ্য জানা না গেলেও সন্ত্রাসী গ্রুপ জেটাস কার্টাল বহুদিন ধরে শহরটি দখলে নেওয়ার চেষ্টা করছে। গত বছরের শেষ থেকে এখন পর্যন্ত তাদের হামলায় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।