ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বরিস জনসন ব্রিটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
বরিস জনসন ব্রিটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই লন্ডনের সাবেক মেয়র বরিস জনসনকে নিজের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী করেছেন টেরিজা মে।

বুধবার (১৩ জুলাই) দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরপরই ব্রেক্সিট ক্যাম্পেইনে নেতৃত্ব দেওয়া জনসনকে এ পদের দায়িত্ব দেন টেরিজা।

জনসন তার নতুন দায়িত্বে ফিলিপ হ্যামন্ডের স্থলাভিষিক্ত হলেন।

এরআগে ডেভিড ক্যামেরনের পদত্যাগের পরপরই আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পান  টেরিজা মে।

পরে ১০ ডাউনিং স্ট্রিটে নিজের প্রথম ভাষণে উত্তম ব্রিটেন গড়ার অঙ্গীকার করেন ব্রিটেনের দ্বিতীয় এ নারী প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।