ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দ. আফ্রিকায় অনাথাশ্রমে অগ্নিকাণ্ডে প্রাণ গেলো ৮ শিশুর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
দ. আফ্রিকায় অনাথাশ্রমে অগ্নিকাণ্ডে প্রাণ গেলো ৮ শিশুর

ঢাকা: দক্ষিণ আফ্রিকার কাওয়াযুলু-নাতাল প্রদেশের উপকূলীয় শহর ডারবানে অবস্থিত একটি অনাথাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত আট শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) প্রদেশটির জরুরি সার্ভিস সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

জরুরি সার্ভিস সূত্র জানায়, ডারবানের পারলকে অবস্থিত একটি বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শিশুদের বয়স ৮ বছরের মধ্যে। এ সময় চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
আরএইচএস/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।