ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিকিনি মনোকিনির পর এবার এলো ফেসকিনি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
বিকিনি মনোকিনির পর এবার এলো ফেসকিনি

ঢাকা: কক্সবাজার-কুয়াকাটায় দেখা না গেলেও বিদেশের সমুদ্র সৈকতগুলোতে বিকিনি কিংবা মনোকিনি পরিহিত রমণীদের রৌদ্রস্নানের দৃশ্য চোখে পড়ে হরদমই।

তবে সম্প্রতি বিকিনি মনোকিনির পাশাপাশি চীনের সমুদ্র সৈকতগুলোতে সমুদ্রস্নানে আসা মানুষের মুখে শোভা পাচ্ছে এক আজব সুইমিং কস্টিউম।

কমিক বুকের পাতা থেকে উঠে আসা স্পাইডার ম্যান কিংবা ব্যাটমানের মুখোশের আদলেই যেন তৈরি ফেসকিনি নামের এই সুইমিং কস্টিউমটি।

জানা গেছে, সমুদ্র সৈকতে জলকেলি বা রোদ পোহানোর সময় সূর্যের রশ্মিতে মুখের ত্বক যেন ঝলসে না যায়, সেজন্যই নতুন এই সুইমিং কস্টিউমের আমদানি ঘটিয়েছে চীনারা।

সাধারণ সুইমিং কস্টিউম যে কাপড় বা ফাইবারে তৈরি সেই একই ফাইবারে তৈরি করা হয়েছে এসব ফেসকিনি।

সুইমওয়ার নামের এই ফেসকিনি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‍দাবি করেছে তাদের এই পণ্য সূর্যের ক্ষতিকর রশ্মি ঠেকাতে ৯৯.৮ শতাংশ কার্যকর। যেখানে লোশন কিংবা অন্যান্য সান ক্রিম ততটা কার্যকর নয়।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।