ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘গোল্ড ম্যান’ খ্যাত পুনের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
‘গোল্ড ম্যান’ খ্যাত পুনের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ঢাকা: দত্ত ফুগে, কোটি টাকা মূল্যের স্বর্ণের তৈরি শার্ট পড়ে নজরে এসেছিলেন। কিন্তু শুক্রবার (১৫ জুলাই) সকালে পুলিশ ‘গোল্ড ম্যান’ খ্যাত পুনের এ ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের খবর জানিয়েছে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, জন্মদিনের অুনষ্ঠানে যোগদান শেষে বাড়ি ফিরছিলেন ৪৮ বছর বয়সী ওই ব্যবসায়ী। এ সময় ২২ বছর বয়সী ছেলেও সঙ্গে ছিলেন।

পথে দুর্বৃত্তরা তার উপর ‍হামলা চালায়। এ সময় তাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে ও পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়। হামলাকারীদের মধ্যে কেউ জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত করা কোনো ব্যক্তি হতে পারেন।

চার বছর আগে সাড়ে ৩ কেজি ওজনের স্বর্ণের তৈরি শার্ট পড়ে সবার নজরে আসেন পুনের এ ব্যবসায়ী।

আর্থিক বিরোধের জের ঘটনাটি ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিক ধারণা করছে। চারজনকে আটকও করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।