ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানিতে বিস্ফোরণে নিহত ব্যক্তি ‘বোমা বহনকারী’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
জার্মানিতে বিস্ফোরণে নিহত ব্যক্তি ‘বোমা বহনকারী’

ঢাকা: জার্মানির নুরেমবার্গের কাছে আনসবাচ শহরের একটি বারে বিস্ফোরণে নিহত ব্যক্তিই বোমা বহনকারী বলে ধারণা করা হচ্ছে।

রোববার (২৪ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় ইউজেনেস ওয়াইন নামে ওই বারে বোমাটির বিস্ফোরণ ঘটে।

এতে একজনের মৃত্যু হয় ও ১২ জন আহত হয়। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, হামলাকারী পিঠে ব্যাগের ভেতর বোমাটি বহন করে ‍আনে। পরে বিস্ফোরণে তার নিজেরই মৃত্যু হয়।

এদিকে, এ ঘটনার পরপরই ওই বারটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এছাড়া বারের পাশেই উন্মুক্ত সংগীত অনুষ্ঠান থেকে ২ হাজারকে মানুষকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।

এরআগে গত শুক্রবার (২২ জুলাই) মিউনিখে বন্দুকধারী কিশোরের গুলিতে ৯ জন নিহত হয়।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
এসআর

** জার্মানিতে বারে বিস্ফোরণে নিহত ১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।