ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গাড়ির ছায়া লাইন অতিক্রম করায় জরিমানা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
গাড়ির ছায়া লাইন অতিক্রম করায় জরিমানা!

ঢাকা: নির্ধারিত লাইন তো দূরের কথা উল্টো লাইনে গাড়ি চালানোর ঘটনা হরহামেশাই। ওইসব ঘটনায় কোনো কোনো ক্ষেত্রে জরিমানা হলেও অনেক ক্ষেত্রে নীতিনির্ধারকরাই তার তোয়াক্কা করেন না।

কিন্তু রাশিয়ায় এক ব্যক্তির ক্ষেত্রে যা ঘটলে তা রীতিমতো ‘বাড়াবাড়িই’ বলা যায়।  

নির্ধারিত লাইনে নিয়ম মেনেই গাড়ি চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাশিয়ান ওই ব্যক্তি। মস্কোর মোটরওয়েতে তার গাড়ির চাকা নির্ধারিত লাইনেই রয়েছে, বিষয়টি তিনিও জানেন।  

কিন্তু বিপত্তি ঘটালো ক্যামেরা ফুটেজ। ওই ফুটেজে দেখা গেলো তার গাড়ির ছায়া সড়কের মাঝখানে আঁকা সাদা রংয়ের লাইন অতিক্রম করেছে। ব্যাস, তাতেই হাতে ধরিয়ে দেওয়া হলো জরিমানার কাগজ। কারণ, তিনি নাকি ট্রাফিক আইন ভঙ্গ করেছেন।

নাছোরবান্দা ওই ব্যক্তি তীক্ষ্ণভাবে ভিডিও ফুটেজ দেখে যুক্তি দাঁড় করালেন, চাকাতো লাইন অতিক্রম করেনি!

গত ২৫ আগস্টের ওই ঘটনার বিষয়ে রাশিয়া ট্রাফিক পুলিশের কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি। তবে জরিমানার অর্থ কি পরিমাণ ছিল সে বিষয়ে কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।