ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লি-মুম্বাই রুটে দ্রুতগতির ট্রেনের সফল পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
দিল্লি-মুম্বাই রুটে দ্রুতগতির ট্রেনের সফল পরীক্ষা

ঢাকা: যাত্রার সময় কমানোর লক্ষ্যে দিল্লি-মুম্বাই রুটে দ্রুতগতির ট্রেন চালুর উদ্যোগের সফল পরীক্ষা হয়েছে। ট্রেনটি তার নির্ধারিত সময়ের মধ্যেই যাত্রা সম্পন্ন করেছে।

 

শনিবার (১০ সেপ্টেম্বর) ভারতীয় সময় দুপুর পৌনে ৩টার দিকে ট্রেনটি দিল্লি থেকে যাত্রা শুরু করে রাত পৌনে ৩টায় মুম্বাই পৌঁছায়।  

রুটে যাত্রীদের ভ্রমণে সময় কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে ভারতের রেলওয়ে কর্তৃপক্ষ। এ লক্ষ্যে দ্রুতগতির তালগো ট্রেনের পরীক্ষা চালানো হয়।

দিল্লি-মুম্বাই রুটে ট্রেনটিকে এক হাজার চারশ’ কিমি. পথ অতিক্রম করতে হবে। বর্তমানে ১৬ ঘণ্টায় এ রুটে যাত্রী পরিবহন করছে রাজধানী এক্সপ্রেস।

জানা ‍যায়,  স্পেনের তালগো কোম্পানির তৈরি উচ্চগতির ট্রেনটির গতিবেগ হবে ঘণ্টায় ১৬০ থেকে সর্বোচ্চ ২০০ কিলোমিটার। এর নয়টি কোচের মধ্যে দু’টি এক্সিকিউটিভ ক্লাস কার, চারটি চেয়ার কার, একটি ক্যাফেটেরিয়া, একটি পাওয়ার কার থাকবে। আর শেষ দিকে থাকবে স্টাফদের জন্য একটি কোচ।  

বর্তমানে এশিয়া ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে স্প্যানিশ কোম্পানিটির নির্মিত এ ট্রেন চলাচল করছে।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।