ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

স্যামসাংয়ের ব্যাটারির ধাক্কা শেয়ারে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
স্যামসাংয়ের ব্যাটারির ধাক্কা শেয়ারে

ঢাকা: নোট ৭-এর ব্যাটারি বিস্ফোরণের ধাক্কা সামাল দিতে যে বেশ বেগ পেতে হবে তা খানিকটা হলেও আঁচ করতে পেরেছিল স্যামসাং। কিন্তু এতে বিনিয়োগকারীরা এতো দ্রুত বিরুপ প্রতিক্রিয়া দেখাবেন তা হয়তো বুঝতে পারেনি কর্তৃপক্ষ।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববাজারে গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে স্যামসাংয়ের শেয়ারের মূল্য।

লেনদেন শুরুর পরই এ ফার্মের সাধারণ শেয়ারের মূল্য ৫.৩ শতাংশ কমে যায়। যা ১৫ জুলাইয়ের পর সর্বনিম্ন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ব্যাটারি বিস্ফোরণ কেলেঙ্কারির ঘটনায় রোববার (১১ সেপ্টেম্বর) ক্রেতাদের নোট ৭ ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ জানায় খোদ স্যামসাং। একইসঙ্গে তা ফেরত দেওয়ার কথাও বলা হয়।

এর আগে বিশ্বের বিভিন্ন দেশের এভিয়েশন কর্তৃপক্ষ ফোনটি প্লেনে বন্ধ রাখার জন্য যাত্রীদের অনুরোধ জানায়। শুধু তাই নয়, নোট ৭ লাগেজেও না নেওয়ার কথা বলা হয়।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।