ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে দু’দিনে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে দু’দিনে নিহত ২১

ঢাকা: ফিলিপাইনে দুদার্তে সরকারের মাদকবিরোধী অভিযানে গত দু’দিনে ২১ মাদক কারবারীর মৃত্যু হয়েছে। ক্ষমতায় আসার পর থেকেই দেশটিতে মাদকবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছে দুদার্তে সরকার।

দেশটির বিভিন্ন অঞ্চলের পুলিশ অফিসের তথ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযানে ১২ সেপ্টেম্বর (সোমবার) পর্যন্ত অন্তত এক হাজার ৪৮৭ জন মাদক কারবারী নিহত হয়েছেন।

এর আগে গত শনিবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত এক হাজার ৪৬৬ জন নিহতের তথ্য জানায় ফিলিপাইন ন্যাশনাল পুলিশ।

গত ১ জুলাই থেকে এ পর্যন্ত পুলিশ ১৭ হাজার ৬৭৯টি মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে ১৬ হাজার ৪৪২ জনকে আটক করে।

এছাড়া অন্তত ৭ লাখ ১০ হাজার ৫৫৫ জন আত্মসর্মপণ করেছেন, যাদের মধ্যে ৬ লাখ ৫৭ হাজার ৮৪৪ জন মাদক গ্রহণকারী।

মাদকের বিরুদ্ধে গঠিত ২৯২টি অভিযোগের মধ্যে ১০৭ জনকে খুঁজছে পুলিশ। আর গ্রেফতার করা হয়েছে ১৮৫ জনকে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।