ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তাইওয়ান উপকূলে বছরের শক্তিশালী টাইফুন ‘মিরান্তি’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
তাইওয়ান উপকূলে বছরের শক্তিশালী টাইফুন ‘মিরান্তি’

ঢাকা: তাইওয়ান উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে বছরের শক্তিশালী টাইফুন ‘মিরান্তি’। সুপার টাইফুনটির ঘণ্টায় বাতাসে গতিবেগ ১৮৫ মাইল।

যা বৃদ্ধি পেয়ে ২২০ পর্যন্ত উঠতে পারে।

ঝড়ের প্রভাবে গাছপালা উপড়ে যাওয়ার পাশাপাশি ঘরবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কখন এটি আঘাত হানবে সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি।

টাইফুন ‘মিরান্তি’র প্রভাবে সবচেয়ে বিপদজনক অবস্থায় রয়েছে তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকা। বিশেষ করে ২০ লাখ মানুষের বাস কাওসুঙ শহর, যা দ্বীপটির দ্বিতীয় বৃহত্তম জনবহুল।

এর প্রভাবে স্থানীয় সময় বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রবল বৃষ্টিপাত, ঝড়ো বাতাস ও উপকূলীয় এলাকায় বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশ্ববর্তী ফিলিপাইনেও টাইফুনের প্রভাবে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে।

তবে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) হংকংয়ের উপর দিয়ে বয়ে যাওয়ার আগে দুর্বল হয়ে পড়বে ‘মিরান্তি’।

চলতি বছর ঘণ্টায় ১৮০ মাইল গতিবেগ বাতাসে শক্তিশালী টাইফুন ছিল তাইওয়ানে আঘাত হানা ‘নেপারতাক’ ও ফিজিতে তাণ্ডব চালানো সাইক্লোন ‘উইনস্টন’।  

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।