ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অরুণাচলে গাড়ির ভেতরে পুলিশের গুলিবিদ্ধ মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৬
অরুণাচলে গাড়ির ভেতরে পুলিশের গুলিবিদ্ধ মরদেহ

ঢাকা: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচলে গাড়ির ভেতর থেকে এক পুলিশের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

ইটনানগর পুলিশ স্টেশনের ইনচার্জ এন সোরা জানান, গাড়ির ভেতর থেকে সাব-ইন্সপেক্টর হানো চাতুংয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। চালকের আসন থেকে উদ্ধার করা মরদেহের মাথায় গুলির চিহ্ন রয়েছে।

২০১০ ব্যাচের এ অফিসার ইটনানগর থেকে দইমুখে দায়িত্ব পালনে আসছিলেন। সকাল সাড়ে ৭টায় তার পুলিশ স্টেশনে উপস্থিত হওয়ার কথা ছিল। তবে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাটিকে আত্মহত্যা উল্লেখ করে পুলিশ জানায়, মাথার ডানদিকে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে। আর বাম দিকের গর্ত বলছে গুলি ওই পাশ দিয়ে বের হয়ে গেছে।

এ ঘটনায় ইটনানগর থানায় একটি মামলা দায়ের হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।