ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বের অবিশ্বাস্য দৃষ্টিনন্দন শিক্ষা প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৬
বিশ্বের অবিশ্বাস্য দৃষ্টিনন্দন শিক্ষা প্রতিষ্ঠান

ঢাকা: বিদ্যালয় বা শিক্ষাঙ্গন শুধু শিক্ষাদানের জন্য নয়।  এটি হওয়া উচিত আনন্দের প্রাণকেন্দ্র।

 তাই বুঝি গুরুজনরা বলেন, ‘আনন্দের মধ্যদিয়ে জ্ঞান অর্জন করা উচিত।  বিরক্তি বা অস্বস্তিকর পরিবেশে জ্ঞান অর্জন ফলপ্রসূ হয় না। ’

সম্ভবত এ বিষয়টি মাথায় রেখেই বিশ্বের বিভিন্ন স্থানে নির্মিত হয়েছে বেশ কিছু দৃষ্টিনন্দন শিক্ষা প্রতিষ্ঠান।  যেগুলোর নির্মাণ শৈলী, কারুকার্য ও স্থাপত্যশিল্পে যেমন অনন্য, তেমনই শিক্ষাদান কৌশল ও মানের দিক থেকেও অগ্রগামী।

আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিটেক্ট’র (এআইএ) শিক্ষার জন্য স্থাপত্য বিষয়ক বিশেষ কমিটি এক গবেষণায় বিশ্বের সৌন্দর্যমণ্ডিত সেরা ১২টি সৃজনশীল শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন’র সৌজন্যে তেমনই কয়েকটি মনকাড়া শিক্ষা প্রতিষ্ঠানের ছবি ও সংক্ষিপ্ত তথ্য বাংলানিউজের পাঠকের জন্য উপস্থাপন করা হলো-

** নানিয়্যাং প্রাইমারি স্কুল, সিঙ্গাপুর।

** ফুজি কিন্ডার গার্টেন, টোকিও, জাপান।

** হাইস্কুল, লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র।

** এলিমেন্টারি অ্যান্ড প্রাইমারি পাবলিক স্কুল, রোন্ডেন, স্পেন।


** হেজেল উড স্কুল, গ্লাসগৌ, স্কটল্যান্ড।

** নুয়েভা স্কুল, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।

**নানিয়াং টেকনোলজি ইউনিভার্সিটি, সিঙ্গাপুর। ** হাকুসুই নার্সারি স্কুল, চিবা, জাপান।

নিরাপদ, স্বাস্থ্যকর ও মন মাতানো পরিবেশে প্রতিটি শিক্ষার্থী হয়ে উঠুক প্রাজ্ঞ-প্রাণবন্ত এটাই সবার প্রত্যাশা।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৬

টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।