ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নর্থ ক্যারোলিনায় সড়ক দুর্ঘনায় নিহত ৪, আহত ৪০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
নর্থ ক্যারোলিনায় সড়ক দুর্ঘনায় নিহত ৪, আহত ৪০

 

ঢাকা: যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের রকিংহাম শহরে এক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে দেশটির নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে রোববার (১৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

খবরে বলা হয়, স্থানীয় রামহ জুকো একাডেমির ফুটবল খেলোয়াড় ও কোচদের বহনকারী একটি বাস রক হিল শহর থেকে রেফোর্ড শহরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের সঙ্গে ধাক্কা লাগলে দুর্ঘটনাটি ঘটে।

বাসটির চাকার টায়ার পাংচার হয়ে এ দুর্ঘটনার কবলে পড়েছে বলে ধারণা করছেন ক্যারোলিনা অঙ্গরাজ্যের হাইওয়ে পেট্রোলের কর্মকর্তা জেফ গর্ডন।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬

টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।