ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শপিংমলে ছুরিকাঘাতে আহত ৮, হামলাকারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
যুক্তরাষ্ট্রে শপিংমলে ছুরিকাঘাতে আহত ৮, হামলাকারী নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি শপিংমলে ছুরিকাঘাতে অন্তত ৮ জন আহত হয়েছেন। তবে, পুলিশের গুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন হামলাকারী।

স্থানীয় সময় শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজ্যের মিনেপলিস শহরের ১১০ কিলোমিটার উত্তর-পশ্চিমের সেন্ট ক্লাউড শহরে এ হামলা চালানো হয়।

হামলার ধরন ও কারণ অস্পষ্ট। তবে, গুলিতে নিহত হওয়ার আগে সন্দেহভাজন হামলাকারী ‘আল্লাহ’ নাম জপছিল বলে জানানো হয়।

আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা ‍আশঙ্কাজনক বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।