ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্লোরিডায় নৌ দুর্ঘটনায় প্রাণহানি ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
ফ্লোরিডায় নৌ দুর্ঘটনায় প্রাণহানি ৩

ঢাকা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি সমুদ্র সৈকতে নৌ-দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

দুর্ঘটনা শিকার ওই নৌযানে ঠিক কতজন লোক ছিলেন প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

খবরে বলা হয়, মিয়ামি সমুদ্র সৈকত ও ফিশার আইল্যান্ডের মাঝামাঝি এলাকায় নৌ দুর্ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন স্থানীয় উদ্ধারকর্মীরা।

উদ্ধার হওয়া তিন মরদেহের মধ্যে একজনের নাম জস ফার্নান্দেজ এবং প্রাথমিকভাবে বাকি দু’জনের পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
ওএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।