ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের সফল উপগ্রহ উৎক্ষেপণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
ভারতের সফল উপগ্রহ উৎক্ষেপণ

ঢাকা: এসসিএটিএসএটি-১ (SCATSAT-1) নামে একটি উপগ্রহের সফল উৎক্ষেপণ করেছে ভারত। আর এ ঘটনায় গর্ব এবং আনন্দ প্রকাশ করেছে দেশটির সরকার।

সোমবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে দেশটির সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। পরবর্তী দুই ঘণ্টার মধ্যে পর্যায়ক্রমে আরও সাতটি উপগ্রহ উৎক্ষেপণ করা হবে জানায় ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

দি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (আইএসআরও) উপগ্রহগুলো উৎক্ষেপণ করছে। ৩৭১ কেজি ওজনের এসসিএটিএসএটি-১ উপগ্রহটি আবহাওয়া বিষয়ক গবেষণায় কাজ করবে বলে জানা যায়।

এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, উপগ্রহের সফল উৎক্ষেপণ এ এক অনন্য মুহূর্ত। এতে ভারতের জন্য আমরা আনন্দ ও গর্ব অনুভব করছি।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬/আপডেট: ১১৪০ ঘণ্টা
টিআই

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।