ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মানবাধিকার লঙ্ঘনে পাকিস্তানকেই অভিযুক্ত করলেন সুষমা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
মানবাধিকার লঙ্ঘনে পাকিস্তানকেই অভিযুক্ত করলেন সুষমা

ঢাকা: জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। উল্টো পাকিস্তানই নিজের দেশ বেলুচিস্তানের সাধারণ জনগণের ওপর ব্যাপক অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সোমবার ( সেপ্টেম্বর ২৬) নিউইয়র্কে জাতিসংগের ৭১ তম সাধারণ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এ অভিযোগ করেন সুষমা স্বরাজ।

তিনি বলেন, গত ২১ সেপ্টেম্বর এই মঞ্চে দাঁড়িয়ে আমার দেশের মানবাধিকার লঙ্ঘন বিষয়ে ভিত্তিহীন অভিযোগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

অথচ যারা অপরের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে কথা বলছে, তারাই নিজের দেশে মানবাধিকারের চরম লঙ্ঘন করছে। বেলুচিস্তানের সাধারণ জনগণের ওপর পাকিস্তান যে নির্যাতন চালাচ্ছে তা রাষ্ট্রীয় নিপীড়নের নিকৃষ্ট উদাহরণ।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।