ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আলেপ্পোতে হামলা বন্ধে রাশিয়াকে মার্কিন হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
আলেপ্পোতে হামলা বন্ধে রাশিয়াকে মার্কিন হুঁশিয়ারি

ঢাকা: সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত আলেপ্পো নগরীতে সাধারণ মানুষের ওপর রাশিয়া অব্যাহত বোমা হামল‍া করছে বলে অভিযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এ হামলা বন্ধ করা না হলে রাশিয়ার সঙ্গে চলমান সিরিয়া শান্তি আলোচনা বন্ধ করে দিতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে মোবাইল ফোনে এ হুঁশিয়ারি দেন তিনি।

বোমা হামলার কারণে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা আলেপ্পো শহরে আটকা পড়েছে প্রায় আড়াই লাখ মানুষ। তারা রাশিয়া সমর্থিত সিরিয়া বাহিনীর অবরোধের মধ্যে দিন কাটাচ্ছেন।

গত সপ্তাহে আলেপ্পোয় যুদ্ধবিরতি শেষ হওয়ার পর বিদ্রোহীদের কাছ থেকে শহরটি পুনর্দখলে সিরিয়া বাহিনী অভিযান শুরু করে। এরপর থেকে শহরটিতে বোমা হামলা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।