ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জেরুজালেমে ট্রাক হামলাকারী ‘আইএস সমর্থক’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
জেরুজালেমে ট্রাক হামলাকারী ‘আইএস সমর্থক’ জেরুজালেমে ট্রাক হামলার স্থল

ঢাকা: জেরুজালেমে ট্রাক হামলাকারী ‘আইএস সমর্থক’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সব ধরনের ‘নমুনা’ দেখে এর সঙ্গে ইসলামিক স্টেট’র (আইএস) হামলার মিল রয়েছে বলে উল্লেখ করেছেন। 

তবে এ বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো তথ্য-উপাত্ত উপস্থাপন করেন নি নেতানিয়াহু।

হামলাকারী ফিলিস্তিন যুবক পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে জেরুজালেমে একদল সৈন্যর ওপর ট্রাক হামলা চালায়।

এতে তিন নারীসহ চারজন নিহত হন। আহত হন অন্তত ১৭ জন। নিহত সবাই ২০ বছর বয়সী বলে জানিয়েছে পুলিশ।  

ফাদি কুনবার নামে ২৮ বছর বয়সী হামলাকারী ফিলিস্তিনের জাবেল মুকাবের জেলার বাসিন্দা।  

ঘটনার এক প্রত্যক্ষদর্শী আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, সে দ্রুত গতিতে ট্রাকটি চালিয়ে যায়, আবার পেছনে চালিয়ে আরো মানুষকে হত্যার চেষ্টা করে।

এদিকে এক টুইট বার্তায় নিহতদের পরিচয় জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। তারা হলেন- লেফ. ইয়েল ইকুতিল (২০), লেফ. শির হাজাজ (২২), লেফ. ইরেজ অরবাচ (২০) ও লেফ. শিরা জুর (২০)।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।