ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

খালি পেটে ঘুমাই, বিএসএফ জওয়ানের ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
খালি পেটে ঘুমাই, বিএসএফ জওয়ানের ভিডিও

ঢাকা: সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে নিজেদের দুর্দশার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র এক সেনা। এরইমধ্যে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। 

তেজ বাহাদুর যাদব (৪০) নামে ২৯ ব্যাটালিয়নের ওই সেনার ৪ মিনিটের ভিন্ন ৩টি ভিডিওতে খাবারের চিত্র ফুটে ওঠেছে।  

ভিডিওতে ওই জওয়ান বলেন, সরকারের দেওয়া বরাদ্দ সিনিয়র কর্মকর্তাদের পেটে যায়।

আর তাতে আমরা রাতে প্রায় না খেয়েই খালি পেটে ঘুমাই।  

‘সকালে নাস্তা হিসেবে আমরা একটি পরোটার সঙ্গে এককাপ চা পাই, লাঞ্চে রুটির সঙ্গে হলুদ ও লবণ দেওয়া ডাল ছাড়া চাটনি বা সবজি কিছুই দেওয়া হয়না। এই হলো আমাদের খাবার অবস্থা। ১১ ঘণ্টা কিভাবে একজন জওয়ান এ খবার খেয়ে থাকতে পারে? এমন অবস্থায় আমাদের খালি পেট নিয়ে রাতে ঘুমাতে হয়’।

‘সরকার আমাদের জন্য সবকিছু বরাদ্দ দেয়, কিন্তু তা জ্যেষ্ঠ কর্মকর্তারা চুরি করেন’ বলে অভিযোগ করেন এ জওয়ান। আর অভিযোগের পর তাকে ‘হুমকি’র মধ্যে পড়তে হবে বলেও মনে করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।