ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গাড়ি চাপায় বাংলাদেশি নারীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
যুক্তরাষ্ট্রে গাড়ি চাপায় বাংলাদেশি নারীর মৃত্যু শ্রাবন্তি হক বিপাশা, ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে গাড়ি চাপায় শ্রাবন্তি হক বিপাশা (৩৬) নামে এক বাংলাদেশি নারীর মৃত্য‍ু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ওই নারীর মৃত্যুর বিষয়টি জানা যায়। স্থানীয় সময় সোমবার রাতে ওরেগনের সালেম এলাকায় বিপাশাকে গাড়ি চাপার ঘটনাটি ঘটে।

খবরে বলা হয়, বিপাশে রাতে তার বাসায় ঘুমিয়ে ছিলেন। সড়কে চলন্ত এক বাস নিয়ন্ত্রণ হারিয়ে তার ঘরের দেয়াল ভেঙে আঘাত হানে। এতে বিপাশা গুরুতর আঘাত পান, পরে তার মৃত্যু হয়। নিহত বিপাশা দুই সন্তানের জননী ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।