ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যাপিটল হিলে ওবামা-ট্রাম্প-বাইডেন-পেন্সরা

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
ক্যাপিটল হিলে ওবামা-ট্রাম্প-বাইডেন-পেন্সরা এক ফ্রেমে ওবামা-ট্রাম্প-মিশেল-মেলানিয়া। ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে পৌঁছেছেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ও জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোল্ড ট্রাম্প ও মাইক পেন্স। সঙ্গে আছেন তাদের স্ত্রীরা। এখানে কিছুক্ষণ পরেই শপথ নেবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট।

শুক্রবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ১১টার দিকে ক্যাপিটল হিলে পৌঁছান বিদায়ী ও নবনির্বাচিত নেতারা। নবনির্বাচিত প্রেসিডেন্টকে শপথ পড়াবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর ভাইস প্রেসিডেন্টকে শপথ পড়াবেন আরেক বিচারপতি।

এর আগে সকালে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া এবং ভাইস প্রেসিডেন্ট ও তার স্ত্রী প্রার্থনার জন্য চার্চে যান। চার্চের আনুষ্ঠানিকতা শেষে তারা প্রাতঃরাশ সারতে যান হোয়াইট হাউসে।

৯টা ৪০ মিনিটে হোয়াইট হাউসে ঢুকে প্রায় একঘণ্টারও বেশি সময় কাটানোর পর ১০টা ৫০ মিনিটে তারা বেরিয়ে আসেন। রওয়ানা হন ক্যাপিটল হিলের উদ্দেশে।

নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ক্যাপিটল হিলে উপস্থিত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ, তার স্ত্রী লরা বুশ, বিল ক্লিনটন ও তার স্ত্রী হিলারি ক্লিনটনসহ অতিথিরা। ‍পুরো ক্যাপিটল হিল রিপাবলিকান নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।

এই শপথ অনুষ্ঠানের পরপরই কুচকাওয়াজের মধ্য দিয়ে হোয়াইট হাউসে প্রবেশ করবেন ট্রাম্প। রাজত্ব করবেন আগামী ৪ বছর।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এইচএ/

আরও পড়ুন
** তারকাদের পদচারণায় উৎসবমুখর ক্যাপিটল হিল
** ক্যাপিটল হিলে যাচ্ছেন ট্রাম্প-পেন্স, যাচ্ছেন ওবামা-বাইডেনও
** ওবামা-মিশেলের সঙ্গে প্রাতঃরাশে হোয়াইট হাউসে ট্রাম্প-মেলানিয়া​
** শেষবারের মতো ওভাল অফিস ছাড়লেন ওবামা
** শপথবাক্য পাঠের আগে চার্চে ট্রাম্প
** শপথ দিনে ট্রাম্পের সারাদিন
** শপথবাক্য পাঠের আগে চার্চে ট্রাম্প
**  ট্রাম্পের শপথানুষ্ঠানের টুকিটাকি
** বিদায় বেলায় ওবামাকে জড়িয়ে কাঁদলেন কর্মীরা
**নো ওবামা, নো ক্রাই
**‘আমি কথা দিচ্ছি তোমাদের, পরিবর্তন আসছে’
**ট্রাম্পের শপথের ডামাডোলে লম্বা বর্জনের মিছিলও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।