ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলের সাবেক ফার্স্ট লেডি মারিসার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
ব্রাজিলের সাবেক ফার্স্ট লেডি মারিসার মৃত্যু লুইস ইনাসিও লুলা দা সিলভার এবং তার স্ত্রী মারিসা লেটিসিয়া দা সিলভার, ছবি: সংগৃহীত

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার স্ত্রী দেশটির সাবেক ফার্স্ট লেডি মারিসা লেটিসিয়া দা সিলভার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর।

লুইস ইনাসিও তার স্ত্রীর মৃত্যুর বিষয়টি জানান। শনিবার (৪ ফেব্রুয়ারি) সাও পাওলোতে মারিসার মরদেহের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত জানুয়ারির শেষ সপ্তাহ থেকে সাবেক এ ফার্স্ট লেডি সাও পাওলোর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তার মৃত্যুতে দেশের বিশিষ্টজনরা শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মারিসা তার স্বামী লুইস ইনাসিওর ওয়ার্কার পার্টির রাজনৈতিক সংগ্রামীর জীবনে সব সময় সহযোগিতা করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।