ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চলচ্চিত্রে জাতীয় সঙ্গীত, না দাঁড়ালেও চলবে ভারতের প্রেক্ষাগৃহে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
চলচ্চিত্রে জাতীয় সঙ্গীত, না দাঁড়ালেও চলবে ভারতের প্রেক্ষাগৃহে

ঢাকা: ভারতের সুপ্রিম কোর্ট এক আদেশে জানিয়েছে প্রেক্ষাগৃহে চলচ্চিত্র, অথবা কোনো প্রামাণ্য চিত্রের অংশ হিসেবে জাতীয় সঙ্গীত চলার সময় শ্রদ্ধা জানাতে দর্শকদের না দাঁড়ালেও চলবে। পাশাপাশি সিনেমা হলে জাতীয় সঙ্গীত চলার সময় গলা মেলানো বাধ্যতামূলক নয় বলেও মঙ্গলবার (ফেব্রুয়ারি ১৪) এক নির্দেশনায় জানিয়েছে সুপ্রিম কোর্টের অ্যাপেক্স কোর্ট।

এর আগে গত বছরের ৩০ নভেম্বর ভারতে প্রত্যেক সিনেমা হলে চলচ্চিত্র দেখানোর আগে জাতীয় সঙ্গীত পরিবেশন বাধ্যতামূলক করে দর্শকদের দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শন বাধ্যতামূলক করেছিলো একই আদালত।

তবে ওই রায়ের পর ‘দঙ্গল’ ছবিতে থাকা জাতীয় সঙ্গীত চলার সময় ভারতের বিভিন্ন সিনেমা হলে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

তার প্রেক্ষিতে পূর্বের রায় সংশোধন করে এই নির্দেশনা দিলো উচ্চ আদালত।

দঙ্গল চলচ্চিত্রে একটি ‍দৃশ্যে ভারতের জাতীয় সঙ্গীত চলার সময় সিনেমাহলগুলোতে অনেক দর্শককে জোরপূর্বক দাঁড় করিয়ে জাতীয় সঙ্গীতের সঙ্গে গলা মেলাতে বাধ্য করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।