ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমারে বন্যা ও ভূমিধ্বসে মৃতের সংখ্যা বেড়ে ৫৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, জুন ১৮, ২০১০

ইয়াঙ্গুন: মিয়ানমারের উত্তরপশ্চিম অঞ্চলে টানা কয়েক দিনের ভারি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে মৃতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাড়িয়েছে। আজ শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।



দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের রাখাইন প্রদেশে গত রোববার শুরু হওয়া মুষলধারে বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে অনেক ঘরবাড়ি, স্কুল ও সেতু ভেসে গিয়েছে। এছাড়া দুই হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। সরকারি পত্রিকা মিয়ানমা আহলিন এই সংবাদ প্রকাশ করে।

প্রতিবেদনটিতে জানানো হয়, বন্যার পানির স্তর নেমে গিয়েছে এবং একইসঙ্গে ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে।

বর্ষাকালে এশিয়ায় বন্যা নিয়মিত ঘটনা। সাধারণত মে মাসের শেষের দিকে এই বন্যা শুরু হয়।

উল্লেখ্য, ২০০৮ সালের মে মাসে ঘূর্ণিঝড় নার্গিসের আঘাতে মিয়ারমারের এক লাখ ৪০ হাজার মানুষ মারা যায় অথবা নিখোঁজ হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫২০ ঘণ্টা, ১৮ জুন, ২০১০
আরআর/ডিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।