ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানিতে ট্রেন স্টেশনে কুঠার হামলা, আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
জার্মানিতে ট্রেন স্টেশনে কুঠার হামলা, আহত ৬ ডসেলডর্ফ রেলস্টেশনে ধারালো কুঠার হামলায় আহত একজন পড়ে আছেন ছবি: সংগৃহীত

জার্মানির ডসেলডর্ফ’র প্রধান রেলস্টেশনে ধারালো কুঠার হাতে সন্ত্রাসী হামলায় অন্তত ছয় জন আহত হয়েছেন। স্থানীয় সময় রাত নয়টার (বাংলাদেশ সময় রাত ২টার) দিকে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থকে দুই জনকে আটক করেছে। আর এই সম্ভাবনাও উড়িয়ে দেয়নি যে, হামলাকারীদের আরও কেউ ঘটনাস্থলের আশেপাশেই সকলের মধ্যে মিশে রয়েছে।

 

সবশেষ খবর পর্যন্ত এই ঘটনায় কেউ মারা গেছে বলে জানা যায়নি।  

আহতদের মধ্যে একটি ১৩ বছরের বালিকাও রয়েছে। তারা বাহুর উপরের দিকে ধারালো কুঠারের আঘাত লেগেছে।  

আহতদের অবস্থা কেমন তা পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। তবে কয়েকজনকে অ্যাম্বুলেন্স থেকে চিকিৎসা দিতে দেখা গেছে।

একটি স্মার্টফোন থেকে নেওয়া ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়াতে এসেছে। তাতে দেখা গেছে আতঙ্কগ্রস্ত মানুষগুলো রেল স্টেশন থেকে দৌড়ে পালাচ্ছেন আর চিৎকার করছেন।  

স্টেশনের একজনের বরাত দিয়ে জার্মান সংবাদপত্র বিল্ড জানাচ্ছে, কুঠার হাতে একজন ট্রেন থেকে লাফিয়ে নেমে হামলা চালায়।

যারা ট্রেনের অপেক্ষায় ট্রাকে দাঁড়িয়েছিলেন তাদের ওপরই হামলাটি চালানো হয়।

ঘটনাস্থল থেকে সামাজিক মাধ্যমে যেসব ছবি বা ভিডিও পোস্ট করা হচ্ছে তাতে দেখা গেছে, পুলিশ ট্রেন স্টেশনটি ঘিরে রেখেছে।  

আর স্থানীয় সংবাদকর্মীরাও ঘটনাস্থল থেকে তাদের নিজ নিজ মাধ্যমে খবর দিচ্ছেন, পরিস্থিতি শান্ত হয়ে আসছে।

বাংলাদেশ সময় ০৪৫৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।