ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নারী সহকর্মীর নগ্ন ছবিতে ‘বুঁদ’ মার্কিন সেনারা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
নারী সহকর্মীর নগ্ন ছবিতে ‘বুঁদ’ মার্কিন সেনারা! নগ্ন ছবিতে বুঁদ (প্রতীকী ছবি)

এক নারী সহকর্মীর নগ্ন ছবি নিয়ে অনলাইনে বেশ মাতামাতির মধ্যে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সামিরক বাহিনীর সদস্যরা। সেই ছবি নিয়ে শেয়ার ও নানা মন্তব্য চালাচালি চলছে সামরিক সদস্য, সরকারি চাকরিজীবীসহ বিভিন্ন মহলে।

গত সপ্তাহে ছবিটি নৌবাহিনীর ফেসবুক গ্রুপ ও বাহিনীর সদস্যদের ব্যক্তিগত গ্রুপে প্রকাশ হয়। পরে ফেসবুকের মাধ্যমে ছবিটি ভাইরাল হয়ে যায়।

বিভিন্ন ওয়েবসাইটেও নগ্ন ছবিটি প্রকাশ পায়।

দেশটির নৌবাহিনীর এক তদন্তের বরাত দিয়ে শুক্রবার (১০ মার্চ) আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানায়।

পুরুষ সামরিক সদস্যরা ফেসবুক ও মেসেজের মাধ্যমে আপত্তিকর ছবিটি পরস্পরের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। ওই নারী সহকর্মী সম্পর্কে নানা মন্তব্য আর রসিকাতায় একরকম ‘বুঁদ’ হয়েছেন তারা।

ছবিটি বিভিন্ন জনে বিভিন্নভাবে পোস্ট করছেন। কেউ কেউ ছবিটি পোস্ট করার সময় ওই নারীর নাম ও সংক্ষিপ্ত পরিচয়ও তুলে ধরছেন। তবে ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দেশটির প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন জানায়, এ ধরনের আচরণ মূল্যবোধের সঙ্গে অসঙ্গিপূর্ণ।

এদিকে, এ ধরনের কর্মকাণ্ডকে মানসিক বিকলঙ্গতা বলে অভিহিত করেছেন নৌবাহিনীর শীর্ষ কমান্ডার রোবার্ট নেলার।

এ স্ক্যান্ডালের ঘটনায় নৌবাহিনীর একটি ফেসবুক গ্রুপ থেকে প্রায় ৩০ হাজার সদস্যকে রিমুভ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।