ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এবার অ্যাটর্নিকে বরখাস্ত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এবার অ্যাটর্নিকে বরখাস্ত করলেন ট্রাম্প অ্যাটর্নি প্রিট বাহরারা

নিউইয়র্কের দক্ষিণ জেলার অ্যাটর্নি প্রিট বাহরারাকে বরখাস্ত করেছে ট্রাম্প সরকার। স্থানীয় সময় শনিবার (১১ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড টুইটার পেজে নিজেই বিষয়টি জানিয়েছেন বাহরারা।

ট্রাম্প সরকারের প্রশাসনের পক্ষ থেকে পদত্যাগপত্র জমা দেওয়ার চাপ থাকলেও তিনি তা না করায় সরাসরি বরখাস্ত করা হয়েছে বলেই জানিয়েছেন তিনি।

বাহরারার টুইট, আমি পদত্যাগ করিনি, কিছুক্ষণ ‍আগে আমাকে বরখাস্ত করা হয়েছে।

আমেরিকার অ্যাটর্নি হিসেবে দায়িত্বপালন আমার চাকরিজীবনের শ্রেষ্ঠ সম্মান হয়ে থাকবে।

বাহরারা ওবামা সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ৪৬ জনের একজন যাকে ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল শুক্রবার ডেকে পাঠিয়েছিলেন পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য। কিন্তু বাহরারা নভেম্বরের শেষে ট্রাম্প টাওয়ারে আসন্ন প্রেসিডেন্টের ডাকা মিটিংয়ের মতোই তা করেননি।

বাংলাদেশ সময়: ০৫১৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।