ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মসুলে গণকবরে ৫শ’ দেহাবশেষের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
মসুলে গণকবরে ৫শ’ দেহাবশেষের সন্ধান ইরাকে গণকবরের প্রতীকী ছবি

যুধ্ব বিধ্বস্ত ইরাকের মসুলে বাদউস কারাগারের পাশে এক বিশাল গণকবরে ৫০০ জনের দেহাবশেষের সন্ধান পাওয়া গেছে।

ইরাকি বাহিনীর বরাতে রোববার এ খবর জানানো হয়। শিয়া নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী হাশড আল শাবি জানায়, জঙ্গি গোষ্ঠী আইএস সাধারণ কারাবন্দিদের হত্যা করে গণকবরে সমাহিত করেছিলো।

যাদের হত্যা করা হয়, তাদের বেশির ভাগই শিয়া মুসলিম বলেও জানানো হয়।

চলতি সপ্তাহে ইরাকি বাহিনী অভিযান চালিয়ে ওই এলাকা পুনর্দখলে নেওয়ার পরই গণকবরটির সন্ধান পাওয়া গেলো।

২০১৪ সালে আইএস হামলা চালিয়ে ওই এলাকায় দখলে নিয়েছিলো। তখনই গণহত্যার পর মরদেহগুলো গণকবরটিতে সমাহিত করা হয়েছিলো বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।