ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওহাইওতে নাইটক্লাবে গুলি, নিহত ১, আহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
ওহাইওতে নাইটক্লাবে গুলি, নিহত ১, আহত ১৪ নাইটক্লাবে গুলি, ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি নাইটক্লাবে গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।

রোববার (২৬ মার্চ) স্থানীয় সময় ভোরে এ খবর জানায় সেখানকার পুলিশ।

পুলিশ জানায়, শনিবার দিনগত রাত ১টার পর সিনসিনাটি শহরে ক্যামিও নাইটক্লাবে ঢুকে একজন অথবা একাধিক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে হতাহত ও নিহতের ঘটনাটি ঘটে।

এ ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

সিনসিনাটি পুলিশের কর্মকর্তা এরিক ফ্রানজ জানান, এ ঘটানায় পুলিশ সন্দেহভাজন কাউকে আটক করতে পারেনি। তবে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য নেওয়া হচ্ছে।

এ হামলার উদ্দেশ্য বোঝা যাচ্ছে না বলেও জানান তিনি।

এদিকে সিনসিনাটির সহকারী পুলিশ প্রধান পল নিউডিগেট বলেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭

টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।