ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদের পাশে বোমা হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদের পাশে বোমা হামলা, নিহত ৫ কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদের পাশে বোমা হামলা, ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রেসিডেন্টের প্রাসাদের পাশে আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।

স্থানীয় সময় বুধবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে স্থানীয় পুলিশ জানায়।

খবরে বলা হয়, প্রেসিডেন্টের প্রাসাদের গেট থেকে ১০০ মিটার দূরে এবং আফগান অর্থ মন্ত্রণালয়ের পাশে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

কাবুলের প্রাণকেন্দ্রে এমন গুরুত্বপূর্ণ স্থানে কীভাবে বোমা হামলার ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ইরাক ও সিরিয়াভিত্তিক আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ