ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘স্কুল ব্যবসা প্রতিষ্ঠান নয়, বই ইউনিফর্ম বেচা বন্ধ’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
‘স্কুল ব্যবসা প্রতিষ্ঠান নয়, বই ইউনিফর্ম বেচা বন্ধ’ স্কুল ব্যবসা প্রতিষ্ঠান নয়, বই ইউনিফর্ম বেচা বন্ধ

স্কুল ব্যবসা প্রতিষ্ঠান নয়, স্কুলে টেক্সট বুক আর ইউনিফর্ম বিক্রি বন্ধ করতে হবে। এই নির্দেশ দিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন-সিবিএসই। 

স্কুলে স্কুলে বোর্ডের কড়া বার্তা পৌঁছে গেছে। কেবল যে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে তাই নয়, সকল বাণিজ্যিক কর্মকাণ্ড থেকেও বিরত থাকতে হবে।

অবিলম্বে স্কুলের ইউনিফর্ম, টেক্সট বই ও স্টেশনারি পণ্য বিক্রির সকল দোকান বন্ধ করার নির্দেশ সিবিএসই’র।  

স্কুলগুলোকে যে শর্তে অ্যাফিলিয়েশন দেওয়া হয়েছে, এসব বিক্রি কার্যক্রম তা ভঙ্গ করে বলেই নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

গোটা দেশের ২০ হাজার স্কুল এই বোর্ডের আওতাধীন।

স্কুলগুলো তাদের ইচ্ছামাফিক পাঠ্যবই নির্ধারণ করে তা শিক্ষার্থীদের কিনতে বাধ্য করছে এমন অভিযোগের পরেই এমন নির্দেশনা এলো।

সিবিএসই তার নির্দেশনায় মনে করিয়ে দিয়েছে, স্কুল কোনও ব্যবসা প্রতিষ্ঠান নয়, স্রেফ কমিউনিটি সেবার জন্যই অনুমোদনপ্রাপ্ত।  

বাংলাদেশ সময় ১৩৪২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এমএমকে   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ