ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বোমা প্রস্তুতকালে বিস্ফোরণে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
পশ্চিমবঙ্গে বোমা প্রস্তুতকালে বিস্ফোরণে নিহত ৫

পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় বোমা তৈরির সময় বিস্ফোরণে ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। 

শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে জেলার  বিন্দারপুর গ্রামের একটি খোলা মাঠে এ বিস্ফোরণ ঘটে। পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

পুলিশ বলছে, একদল যুবক ওই গ্রামের খোলা মাঠে বোমা বানাচ্ছিল। এ সময় বিস্ফোরণ হলে ৫ জন নিহত ও ১০ জন আহত হয়। হতাহতদের সবার বয়স ৩০ বছরের কোঠায়। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গত মাসে এই পশ্চিমবঙ্গেই একটি ক্রুড বোমা বিস্ফোরণে দু’জন নিহত ও একজন আহত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ