ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, মে ১২, ২০১৭
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রের আরকানসাসে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহতের খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ মে) বিকেলে এই ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তাকে রাস্তার ধারে গুলি করা হয়।

ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে তার নাম প্রাথমিকভাবে প্রকাশ করা হয়নি। আর কাছাকাছি একটি বাড়িতে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অঙ্গরাজ্যের লিটল রক এলাকার উত্তরপশ্চিমে এই ঘটনা ঘটেছে।

পুলিশের মুখপাত্র বিল স্যাডলার জানান, দুইটি পৃথকস্থানে হামলা করে তিনজনকে মারা হয়েছে। যার একটির সঙ্গে আরেকটির সম্পর্ক থাকতে পারে। হামলাকারীকে খুঁজে বের করতে একটি বিশেষ টিম ইতোমধ্যে মাঠে নেমেছে।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, মে ১২, ২০১৭/আপডেট ০৯০০ঘণ্টা
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ