ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ধসেছে হিলারি স্টেপ, ঝুঁকি বৃদ্ধি পর্বতারোহীদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২১ ঘণ্টা, মে ২২, ২০১৭
ধসেছে হিলারি স্টেপ, ঝুঁকি বৃদ্ধি পর্বতারোহীদের ধসেছে এভারেস্টের হিলারি স্টেপ

ধসে পড়েছে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের হিলারি স্টেপ নামক অংশ। যাতে হয়ত আগামী দিনগুলোতে আরও কঠিন হয়ে যাচ্ছে এভারেস্ট জয়।

এভারেস্টে উঠতে পর্বতারোহীদের কাছে এটি অতি জনপ্রিয় একটি চূড়া। ২০১৫ সালে নেপালে ভূমিকম্পের ফলে এই অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে ধারণা করা হচ্ছে, যার রেশে এই ধসে পড়ার ঘটনা।

দক্ষিণ-পূর্ব অংশের প্রায় খাড়া ১২ মিটারের (৩৯ ফুট) এই বর্ধিতাংশটিকে চূড়ায় ওঠার আগে সর্বশেষ বড় ধরনের বাধা হিসেবে বিবেচনা করা হতো। চূড়ার নামকরণ করা হয় স্যার এডমন্ড হিলারির নামে; যিনি এটি জয় করেন ১৯৫৩ সালে।

সম্প্রতি ব্রিটিশ পর্বতারোহী টিম মোসেডালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, একটি যুগের পরিসমাপ্তি ঘটলো।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, মে ২২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ