ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ম্যানচেস্টারে হামলার ঘটনায় আরও ১১ জন আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, জুন ৩, ২০১৭
ম্যানচেস্টারে হামলার ঘটনায় আরও ১১ জন আটক

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে জঙ্গি হামলার ঘটনায় আরও অন্তত ১১ জন আটক হয়েছেন।

শনিবার (০৩ জুন) দেশটির পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। যাতে বলা হয়েছে, নতুন করে আরও কয়েকজনকে ধরা হয়েছে; তাদের সবাইকে জেল হাজতে নেওয়া হয়েছে।

তবে প্রত্যেককেই সন্দেহভাজন হিসেবে ধরা, তাদের সঙ্গে ঘটনার ক্লু মেলানো ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চলছে জিজ্ঞাসাবাদ।

এছাড়া হামলার পর গ্রেফতার হওয়া ছয়জনকে বিনা অভিযোগে মুক্তি দেওয়া হয়েছে বলেও সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে ব্রিটিশ পুলিশ।

গত ২২ মে (সোমবার) ম্যানচেস্টারে মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে বিস্ফোরণে ২২ জন নিহত হন। আহত হন আরও অন্তত ৫৯ জন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ০৩, ২০১৭
এসআইজে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ