ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লন্ডন হামলার দায় স্বীকার করলো আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জুন ৪, ২০১৭
লন্ডন হামলার দায় স্বীকার করলো আইএস লন্ডন হামলার দায় স্বীকার করলো আইএস

যুক্তরাজ্যের লন্ডনে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। শনিবার রাতের ওই সন্ত্রাসী হামলায় ১০জন নিহত হয়েছে।

আহত হয়ে এখনো হাসপাতালে রয়েছে ৩৬ জন, এর মধ্যে ২১ জনের অবস্থা আশঙ্কাজনক।

আইএস সংশ্লিষ্ট সংবাদ সংস্থা আমাক রোববার (০৪ জুন) জঙ্গি গোষ্ঠীটির এ দাবির খবরটি দিয়েছে।

আমাকের খবর অনুযায়ী আইএস এক ক্ষুদে বার্তায় বলেছে, আরব বিশ্ব থেকে ইংল্যান্ডের সৈন্যদের সরিয়ে নেওয়া দাবিতে এ হামলা চালানো হয়েছে।

এদিকে হামলার ঘটনায় পূর্ব লন্ডনের একটি ফ্ল্যাট থেকে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

স্কটল্যার্ন্ড ইয়ার্ড জানিয়েছে, তিন হামলাকারীর একজনের বার্কিং এলাকার ফ্ল্যাটে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বার্কিংয়ের আরো কয়েকটি জায়গায় এখন অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া হামলাকারীদের একজনের ছবি দেখে প্রতিবেশীরা চিনতে পেরেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

হামলায় নিহতদের নামপরিচয় এখনো শনাক্ত করা না যায়নি। তবে নিহতদের মধ্যে কানাডিয়ান এক নারী রয়েছে বলে জানিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

স্থানীয় সময় শনিবার (০৩ জুন) রাতে লন্ডন ব্রিজ ও পার্শ্ববর্তী বোরো মার্কেটে সন্ত্রাসী হামলায় শেষ খবর পর্যন্ত ১০ জন নিহত ও কমপক্ষে ৪৮ জন আহত হয়েছেন। এ সময় পুলিশের গুলিতে ৩ হামলাকারী নিহত হয়।

বাংলাদেশ সময়: ০৩৫৭ ঘণ্টা, জুন ০৫, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ