ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লন্ডন ব্রিজে হামলাকারীদের একজন পাকিস্তানি বংশোদ্ভূত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জুন ৫, ২০১৭
লন্ডন ব্রিজে হামলাকারীদের একজন পাকিস্তানি বংশোদ্ভূত লন্ডন ব্রিজ এলাকায় পুলিশি তৎপরতা। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে হামলাকারী তিনজনের মধ্যে একজনের পরিচয় মিলেছে। ‘আবজ’ নামে শনাক্ত ওই ব্যক্তি পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ বলে জানিয়েছেন তার প্রতিবেশীরা। 

সোমবার (৫ জুন) প্রতিবেশীদেরই বরাত দিয়ে ২৭ বছর বয়সী ‘আবজ’র পরিচয় জানায় স্থানীয় সংবাদমাধ্যম। তারা বলছে, তিন হামলাকারীর মধ্যে ‘আবজ’ই দলনেতা ছিলেন বলে মনে করা হচ্ছে।

দুই সন্তানের জনক ‘আবজ’ পূর্ব লন্ডনের বার্কিংয়ে এলাকায় বসবাস করতেন। ব্রিটিশ চরমপন্থিদের এক টিভি ডকুমেন্টারিতে তাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পতাকা নিয়ে প্রার্থনারত অবস্থায় দেখা যায়।  

গত শনিবার (৩ জুন) রাতে লন্ডন ব্রিজ ও পার্শ্ববর্তী বোরো মার্কেটে হামলা চালায় তিন সন্ত্রাসী। এতে ৭ জন নিহত ও কমপক্ষে ৪৮ জন আহত হন। এ সময় পুলিশের গুলিতে তিন হামলাকারী নিহত হয়।

সংবাদমাধ্যম বলছে, পুলিশের গুলিতে নিহত হামলাকারীর ঘটনাস্থলে পড়ে থাকার ছবি সংবাদমাধ্যমে প্রচার হলে ‘আবজ’র প্রতিবেশীরা তাকে শনাক্ত করেন।

প্রতিবেশীরা বলছেন, ‘আবজ’ ইংলিশ ফুটবল দল আর্সেনালের সমর্থক ছিলেন। হামলার আগের দিন ‘আবজ’কে আর্সেনালের টি-শার্ট পরে থাকতেও দেখা যায়।  

হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। ‘আবজ’কে আইএসের পক্ষে প্রার্থনা করতে দেখা যাওয়ায় তাকে সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, জুন ০৫, ২০১৭
আরআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ