ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিসের নটরডেম ক্যাথেড্রালে গুলি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জুন ৬, ২০১৭
প্যারিসের নটরডেম ক্যাথেড্রালে গুলি!

ফ্রান্সের রাজধানী প্যারিসের নটরডেম ক্যাথেড্রালে কিছু একটা ঘটছে যা মোকাবেলায় পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে এটুকু তথ্য দিয়েই খবর দিচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ধারনা করা হচ্ছে সন্ত্রাসী হামলা গোছের কিছু হতে পারে। কোনও কোনও সংবাদ মাধ্যম বলছে, ভেতর থেকে গুলির শব্দ পাওয়া গেছে।

 

পুলিশ সবাইকে ঘটনাস্থল থেকে দুরে সরে থাকতে বলেছে। তারা বিষয়টি দেখছে বলেও জানিয়েছে।

ফ্রান্স টেলিভিশন জানাচ্ছে ক্যাথেড্রালের ভিতরে একজন পুলিশকে এক হামলাকারী হাতুড়ি দিয়ে আঘাত করলে, পুলিশ তাকে কব্জা করতে গুলি চালিয়েছে।

ফ্রান্সের অত্যন্ত জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট এই ক্যাথেড্রাল। ২০১৫ সালের সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর থেকে গোটা ফ্রান্সই জরুরি অবস্থার আওতায় রয়েছে।  

বাংলাদেশ সময় ২০৪৯ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ