ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিসে ক্যাথেড্রালে হাতুড়ি হামলা, পুলিশের গুলি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জুন ৬, ২০১৭
প্যারিসে ক্যাথেড্রালে হাতুড়ি হামলা, পুলিশের গুলি

ফ্রান্সের রাজধানী প্যারিসের নটরডেম ক্যাথেড্রালে পুলিশের ওপর হাতুড়ি দিয়ে হামলা চালিয়েছে এক সন্ত্রাসী।  তাকে কব্জা করতে গুলি চালিয়েছে পুলিশ। হামলাকারী আহত হলেও তার সবশেষ খবর জানা যায়নি। 

নটরডেম ক্যাথেড্রালের ভেতরের চিত্রঘটনার পরপর্পই লিশ সবাইকে ওই এলাকা থেকে দুরে সরে থাকতে বলে। প্রত্যক্ষ দর্শীদের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, ভেতরে অবস্থানকারীরা হাত উপরে তুলে সরে যেতে থাকে।

  

ফ্রান্স টেলিভিশন জানায় ক্যাথেড্রালের ভিতরে একজন পুলিশকে হামলাকারী হাতুড়ি দিয়ে আঘাত করে। পরে ক্যাথেড্রালের বাইরে পুলিশের গুলিতে হামলাকারী আহত হয়।  

ফ্রান্সের অত্যন্ত জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট এই ক্যাথেড্রাল। ২০১৫ সালের সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর থেকে গোটা ফ্রান্সই জরুরি অবস্থার আওতায় রয়েছে।

প্যারিসের নটরডেম ক্যাথেড্রালে গুলি! 

বাংলাদেশ সময় ২১১৯ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ