ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মায়ানমারে ১১৬ আরোহী নিয়ে সামরিক প্লেন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, জুন ৭, ২০১৭
মায়ানমারে ১১৬ আরোহী নিয়ে সামরিক প্লেন নিখোঁজ মায়ানমারে ১১৬ আরোহী নিয়ে সামরিক প্লেন নিখোঁজ

মায়ানমারের দক্ষিণাঞ্চলে ১১৬ আরোহীবাহী একটি সামরিক উড়োজাহাজ নিখোঁজ হয়ে গেছে। আরোহীদের মধ্যে ১০৫ জন যাত্রী ও ১১ জন ক্রু রয়েছেন। যাত্রীদের প্রায় সবাই সামরিক বাহিনীর সদস্যদের স্বজন।

বুধবার (৭ জুন) দুপুর দেড়টা থেকে উড়োজাহাজটির কোনো খোঁজ মিলছে না। এটি দক্ষিণাঞ্চলের শহর মেইক থেকে দেশের সর্ববৃহৎ শহর ইয়াঙ্গুন যাচ্ছিল।

সামরিক বাহিনীর মুখপাত্র জানান, উড়োজাহাজটি উড়াল দেওয়ার কিছু সময় পর পার্শ্ববর্তী দাবেই শহরের ২০ মাইল দূরে আন্দামান সাগরের ওপরে থাকাবস্থায় দুপুর দেড়টার দিকে নিয়ন্ত্রণ কক্ষের (এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম) সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে।

সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার পর এটির সঙ্গে যোগাযোগ স্থাপনে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, উড়োজাহাজটি আন্দামান সাগরের ওপরে থাকাবস্থায় নিখোঁজ হয়েছে বিধায় সেখানে অনুসন্ধানের জন্য নৌজাহাজ ও একাধিক উড়োজাহাজ পাঠানো হয়েছে।  

কর্মকর্তারা মনে করছেন, যান্ত্রিক ত্রুটিতে নিখোঁজ রয়েছে উড়োজাহাজটি। তাছাড়া, ওই এলাকার ‍আবহাওয়াও ভালো।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুন ০৭, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ