ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটেনে লেবার পার্টিই এগিয়ে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, জুন ৮, ২০১৭
ব্রিটেনে লেবার পার্টিই এগিয়ে

ঢাকা: ব্রিটেনের সাধারণ নির্বাচনে ৫টি আসনের ঘোষিত ফলাফলে সব ক’টিই পেয়েছে জেরেমি করবিনের লেবার পার্টি। বাংলাদেশ সময় শুক্রবার ভোর সোয়া ৫টা পর্যন্ত আর কোনো দলের কোনো আসন পাওয়ার খবর পাওয়া যায়নি।

এ ফলাফল নির্বাচন পূর্ব জরিপেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।  

বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নির্বাচনী জরিপে দেখিয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী তেরিজা মে’র কনজারভেটিভ পার্টি সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে।

মোট ৬৫০টি আসনের মধ্যে মে'র কনজারভেটিভ পার্টি ৩১৪টি, জেরেমি করবিনের লেবার পার্টি ২৬৬টি, এসএনপি ৩৪, লিবারেল ডেমোক্র্যাটরা ১৪টি আসনে জয়ী হতে পারে বলে দেখানো হয়েছে জরিপের ফলাফলে।

ব্রিটিশ পার্লামেন্ট হাউস অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হলে একটি দলকে অন্তত ৩২৬টি আসনে জয়ী হতে হবে।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, জুন ৯, ২০১৭
জেডএম/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ