ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইএসের প্রধান নেতা বাগদাদী নিহত, দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
আইএসের প্রধান নেতা বাগদাদী নিহত, দাবি রাশিয়ার আবু বকর আল-বাগদাদী

ইসলামিক স্টেটের (আইএস) প্রধান নেতা আবু বকর আল-বাগদাদী রাশিয়ার বিমান বাহিনীর হামলায় নিহত হয়েছে বলে দাবি করেছে মস্কো।

শুক্রবার (১৬ জুন) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়, গত ২৮ মে সিরিয়ার রাক্কা শহরের উপকণ্ঠে আইএসের নেতাদের গোপন বৈঠকের খবর পেয়ে হামলা চালায় বিমান বাহিনী। এতে বেশ ক’জন শীর্ষ নেতা ও সহযোগীসহ নিহত হন বাগদাদী।

 

সবমিলিয়ে সেই বিমান হামলায় আইএসের ৩০০ সদস্য নিহত হয় বলেও দাবি করছে রাশিয়া।  

যদিও এর আগেও বাগদাদী নিহত হয়েছে বলে যুক্তরাষ্ট্রসহ অনেক পক্ষ থেকে দাবি করা হয়েছিল, কিন্তু পরে তা উড়িয়ে দিয়েছে আইএস। এবারের এই দাবির বিষয়ে কিছু প্রতিক্রিয়া দেয়নি জঙ্গি সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ