ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোতে ১২ টি গলিত লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৬ ঘণ্টা, জুন ১৯, ২০১০

কানকুন, মেক্সিকো: মেক্সিকোর জনপ্রিয় বিনোদননগরী কানকুনে বড় গর্ত থেকে পচে-গলে যাওয়া ১২টি লাশ উদ্ধার করেছে পুলিশ।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গত শুক্রবার উদ্ধার হলেও এ পর্যন্ত লাশগুলোর কোনোটিরই পরিচয় শনাক্ত করা যায়নি।



তবে এ সহিংসতার জন্য মাদক চক্রগুলোকে দায়ি করে পুলিশ জানিয়েছে, আরো লাশের খোঁজে অভিযান চলছে।

কিনতানা রু রাজ্যের অ্যাটর্নি জেনারেল ফ্রানসিস্কো এলোর বলেন, ‘তিন দিন আগে আটক করা নয় ব্যক্তি পুলিশকে এ ১২ টি লাশের  তথ্য দেন। ’

ভাড়াটে খুনি হিসেবে কাজ করছে বলে অভিযোগ পেয়ে ওই নয় জনকে আটক করা হয় বলেও জানান তিনি।  

অ্যাটর্নি জেনারেল আরো বলেন, ‘একটি আবাসিক এলাকার কাছে ঝোঁপঝাড়ে ঢাকা একটি গর্ত ও কানকুন শহরের বাইরে একটি হাইওয়ের পাশে অপর একটি গর্ত থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, কানকুন শহরটি কিনতানা রো রাজ্যে অবস্থিত যা কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে কোকেন চোরাচালানের মূল কেন্দ্র।

এর আগে, রোববার পুলিশ আরও ছয়টি লাশ উদ্ধার করে। এর মধ্যে তিনটির শরীর কেটে হৃদপিণ্ড বের করে নেয়া হয় এবং অপর তিনটির তলপেটে ছুরি দিয়ে খোদাই করে ‘জেড’ অক্ষরটি লেখা হয়েছিল। যা ‘জেতা’ মাদকচক্রের চিহ্ন বলে সন্দেহ করছে পুলিশ।

২০০৬ সালে প্রেসিডেন্ট ফিলিপে কালদেরন মাদক ব্যবসার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকে মেক্সিকোতে ২২ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ মাদক সহিংসতায় নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘন্টা, ১৯জুন, ২০১০
এসআইএস/ডিসি/এমএমকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।