ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ভূমিধসে শতাধিক প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
চীনে ভূমিধসে শতাধিক প্রাণহানি ভূমিধস এলাকা- সংগৃহীত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে শতাধিক প্রাণহানির খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

সিনহুয়া জানিয়েছে, প্রদেশের মাওজিয়ান কাউন্টির জিনমো গ্রামে ভয়াবহ এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে অন্তত ৪০টি ঘর মাটির সঙ্গে মিশে গিয়ে এতো সংখ্যক প্রাণহানি হয়েছে।

এক বিবৃতিতে প্রাদেশিক সরকার বলেছে, তিব্বত ও কিয়াং অটোনোমাস প্রিফেকচারের একাংশ ধসে ঘরবাড়ির উপর পড়ে। এতে ঘরবাড়িগুলো মাটির সঙ্গে মিশে যায়।  

স্থানীয় সময় শনিবার (২৩ জুন) সকাল ৬টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এলাকাটি দুর্গম হওয়ার খবর পৌঁছাতে দেরি হয়েছে।

প্রবল বৃষ্টিতে এ ঘটনার পর উদ্ধারকর্মীরা দ্রুত কাজ শুরু করেন। দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, জুন ২৪, ২০১৭/আপডেট: ০৯০৭ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ